পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে সশস্ত্র হামলায় ৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১০:৪৯ পিএম

ছবি : সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী ট্রেনে সশস্ত্র হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা, যার ফলে অন্তত ৬ সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। এছাড়া, ট্রেনে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বহু যাত্রীকে জিম্মি করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) কোয়েটা থেকে পেশোয়ারগামী একটি যাত্রীবাহী ট্রেন এই হামলার শিকার হয়।
হামলার ঘটনা ও জিম্মি সংকট
হামলার ফলে ট্রেনচালকসহ বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (BLA)।
সংগঠনটি দাবি করেছে, তাদের যোদ্ধারা শতাধিক যাত্রীকে জিম্মি করেছে এবং যদি পাকিস্তানি সেনাবাহিনী কোনো সামরিক পদক্ষেপ নেয়, তাহলে সব জিম্মিকে হত্যা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।
পাকিস্তানি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা অভিযান চালানোর পরিকল্পনা চলছে বলে জানা গেছে।