ইউক্রেন ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি, সিদ্ধান্ত এখন রাশিয়ার হাতে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১১:৪৮ এএম

সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পদক্ষেপের ঘোষণা দেন
সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর ইউক্রেন রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জেদ্দায় একদিনের মার্কিন-ইউক্রেন আলোচনার পর কিয়েভ জানায়, তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে তাৎক্ষণিকভাবে যেতে প্রস্তুত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, প্রস্তাবটি রাশিয়ার কাছে উপস্থাপন করা হবে, এখন সিদ্ধান্ত তাদের হাতে।
সম্প্রতি ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পর এই বৈঠকটি ছিল দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক আলোচনা।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি ও নিরাপত্তা সহায়তা পুনরায় চালু করবে, যা ট্রাম্প-জেলেনস্কির বাকবিতণ্ডার পর স্থগিত রাখা হয়েছিল।
মঙ্গলবার গভীর রাতে জেদ্দায় এক সংবাদ সম্মেলনে মার্কো রুবিও আশাবাদ ব্যক্ত করে বলেন, "যদি রাশিয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে আমরা বুঝতে পারব শান্তির পথে বাধা কোথায়।"
জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, "রাশিয়াকে হয় যুদ্ধ বন্ধ করতে হবে বা যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে হবে। এখন সত্য প্রকাশের সময়।"
এদিকে, রাশিয়া এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ক্রেমলিন জানিয়েছে, আলোচনার ফলাফল জানার পর তারা একটি বিবৃতি দেবে।