Logo
Logo
×

আন্তর্জাতিক

বিমানবন্দরে জরুরি অবতরণের পর আমেরিকান এয়ারলাইনসের বিমানে আগুন, আহত ১২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১১:২৮ এএম

বিমানবন্দরে জরুরি অবতরণের পর আমেরিকান এয়ারলাইনসের বিমানে আগুন, আহত ১২

বৃহস্পতিবার (১৩ মার্চ) ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে আগুন ধরে যায়। ছবি : সংগৃহীত

ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের পর আমেরিকান এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে আগুন লেগেছে। পরে যাত্রীদের দ্রুত ডানার মাধ্যমে বের হতে হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট ১০০৬ কলোরাডো স্প্রিংস থেকে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়, কিন্তু মাঝ আকাশে ইঞ্জিনে সমস্যা দেখা দিলে সেটি ডেনভারে জরুরি অবতরণ করে। বিমানটি গেটে পৌঁছানোর পরই এক ইঞ্জিনে আগুন ধরে যায়, ফলে যাত্রীদের জরুরি স্লাইড ব্যবহার করে বের হতে হয়।

এ ঘটনায় ১২ জন যাত্রী সামান্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমান থেকে আগুন ও কালো ধোঁয়া বের হচ্ছে, আর যাত্রীরা আতঙ্কিত হয়ে বিমানের ডানার ওপর দাঁড়িয়ে আছেন। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, বিমানে থাকা ১৭২ যাত্রী ও ৬ ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের সাবেক চেয়ারম্যান রবার্ট সামওয়াল্ট এই ঘটনার পর বিমান কর্মীদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেছেন, পাইলট, কেবিন ক্রু, উদ্ধারকর্মী ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সমন্বিত দক্ষতাই এমন পরিস্থিতিতে নিরাপদ সমাধান নিশ্চিত করে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, এই ঘটনার তদন্তে ফোকাস থাকবে কখন এবং কোথায় আগুনের সূত্রপাত হয়েছিল তা নির্ধারণে।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন