Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের ওপর হামলার ঘটনায় ঐক্যের ডাক দিলেন বাইডেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৮:৫০ এএম

ট্রাম্পের ওপর হামলার ঘটনায় ঐক্যের ডাক দিলেন বাইডেন

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই জানিয়ে ঐক্যের ডাক দিয়েছেন বাইডেন। ছবি : রয়টার্স

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ঐক্যের ডাক দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

রবিবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় ওয়াশিংটনের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাইডেন বলেন, আমেরিকায় রাজনৈতিক সহিংসতার পথ নেওয়া কখনই উচিত হবে না। 

তিনি বলেন, মনে রাখবেন, আমরা একে ওপরের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি কিন্তু আমরা একে অপরের শত্রু না। আমরা প্রতিবেশী, বন্ধু, সহকর্মী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা সবাই আমেরিকান।

 বাইডেন বলেন, ‘আমেরিকায় আমরা ব্যালট বাক্স দিয়ে পার্থক্য গড়ি। বুলেট দিয়ে নয়। আমাদের দেশের পরিবর্তন করার ক্ষমতা সর্বদা জনগণের হাতে থাকা উচিত। হত্যাকারীদের হাতে নয়।’

এ সময় মার্কিন প্রেসিডেন্ট আমেরিকানদের শান্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা এই সহিংসতাকে স্বাভাবিক ভাবতে পারি না। এ দেশে রাজনৈতিক পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে উঠেছে। এখন শান্ত হওয়ার সময় এসেছে।’ 

এদিকে হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরেই রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে রবিবার উইসকনসিনের শহর মিলওয়াকিতে  মিলওয়াকিতে পৌঁছেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে এই সম্মেলনেই আনুষ্ঠানিকভাবে তাকে মনোনীত করা হবে।

এরইমধ্যে সম্মেলনস্থলজুড়ে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। অতিরিক্ত কয়েকহাজার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পেনসিলভানিয়ার মতো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না বলেই আশাবাদী তারা।

অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্টের ওপর গুলি চালানো তরুণের নাম পরিচয় ও ছবি প্রকাশ করা হয়েছে। প্রতিনিয়িত নতুন তথ্য প্রকাশ করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। হামলাকারী থমাস ম্যাথিউয়ের গাড়িতে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে বলে জানা গেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন