Logo
Logo
×

আন্তর্জাতিক

নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে হত্যাচেষ্টা

পদত্যাগ করছেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস প্রধান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৩:০৬ পিএম

পদত্যাগ করছেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস প্রধান

সিক্রেট সার্ভিসের প্রধান কিম্বারলি চিটল। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে দেশটির সিক্রেট সার্ভিস। যার ফলে ক্রমবর্ধমান চাপ ও সমালোচনার মুখে পড়ে পদত্যাগ করছেন সিক্রেট সার্ভিসের প্রধান কিম্বারলি চিটল।  

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, কিম্বারলি মঙ্গলবার (২৩ জুলাই) সিক্রেট সার্ভিসের কর্মীদের কাছে একটি ইমেইল করে তার পদত্যাগ করার পরিকল্পনার কথা জানিয়েছেন।  

সিক্রেট সার্ভিস যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্টদের নিরাপত্তার জন্য দায়ী। কিন্তু ১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলারে একটি নির্বাচনী সমাবেশে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ২০ বছর বয়সি থমাস ক্রুকস বন্দুক হামলা করেন। এতে একটি গুলি তার ডান কান ছিদ্র করে বের হয়ে যায়। ট্রাম্পের ওপর হওয়া এ হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় ও তার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় সিক্রেট সার্ভিস সংকটের মুখে পড়েছে।  

সোমবার হাউজ অব রিপ্রেজেন্টেটিভস ওভারসাইট কমিটির সামনে হাজির হন কিম্বারলি। সেখানে তিনি দ্বিদলীয় নিন্দার মুখে পড়েন। আইনপ্রণেতারা তাকে সমাবেশের নিরাপত্তা পরিকল্পনা ও বন্দুকধারীর সন্দেহভাজন আচরণে কীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিক্রিয়া জানিয়েছে সে বিষয়ে প্রশ্ন করেন। কিন্তু এসব প্রশ্নের জবাব দিতে অস্বীকার জানান তিনি।     

বেশ কয়েকজন রিপাবলিকান ও ডেমোক্রেট আইনপ্রণেতা তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। 

তিনি আইনপ্রণেতাদেরকে জানিয়েছেন, ১৯৮১ সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান গুলিবিদ্ধ হন। সিক্রেট সার্ভিসের সেই ব্যর্থতার পর এটিই সংস্থাটির সবচেয়ে বড় ব্যর্থতা।  আর এ নিরাপত্তায় ব্যর্থতার দায় তার।   

২০২২ সালে প্রেসিডেন্ট জো বাইডেন তাকে সিক্রেট সার্ভিসের পরিচালক হিসেবে নিয়োগ দেন। এর আগে ২৭ বছর তিনি এ সংস্থায় কাজ করেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন